|

প্রথম আলোর গরু

সব যুগেই ইসলাম বিদ্বেষী পত্রিকা ও সংবাদ মাধ্যম ছিল। মুসলিমদের খেলাফত পদ্ধতি ধ্বংসের পিছনে এই জাতীয় পত্রিকাগুলোর অনেক বড় ভূমিকা রয়েছে।

সুলতান আবদুল হামিদ খানের সময়ে আমাদের ‘প্রথম আলো’র মত একটি পত্রিকা ছিল। নাম ‘মেশফেরেত’। তাদের কাজ ছিল, সুশীল ভাষায় ইসলাম ও ইসলামী খেলাফতের বিরোধিতা করা।

বর্তমান সময়ের বিবিসি বা CNN -এর ভূমিকা পালন করতো তখন ‘Lewiston Evening Journal’ নামক একটি পত্রিকা

প্রথম আলো এখন যা করে, তৎকালীন ‘মেশফেরেত’ পত্রিকাটি তাই করতো। তাদের কাজ ছিল, সুশীল ভাষায় ব্রিটিশ ও অ্যামেরিকানদের গোলামী ও দালালী করা। এ জন্যে তারা Lewiston Evening Journal পত্রিকার সংবাদগুলো উসমানী বা টার্কি ভাষায় অনুবাদ করে তাদের পত্রিকায় ছাপাতো।

তো, একবার এই ‘মেশফেরেত’ পত্রিকা একটি সংবাদ ছেপেছে। সংবাদটি হলো – “ভারতবর্ষে ইংরেজদের অধীনে মুসলিমদের নামাজ পড়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে।”

সংবাদটির সাথে একটি ছবিও দেয়া হয়েছিল।20664601_1597534273653172_4095241368482289991_n

তখন সুলতান আবদুল হামিদ খানের ছেলে এসে তাঁকে বললেন, “দেখুন, সুলতান, ইংরেজরা মুসলিমদেরকে কত স্বাধীনতা দিয়েছে”।

সুলতান আবদুল হামিদ খান তাঁর ছেলেকে বললেন, ‘এখানে যে ছবিটা আছে, তা ভালোভাবে দেখেছ?’

‘দেখ, মুসল্লিরা বুটজুতো পায়ে দিয়ে মসজিদে নামাজ আদায় করছে। কতটুকু স্বাধীনতা থাকলে মুসল্লিদেরকে বুটজুতো পায়ে দিয়ে নামাজ পড়তে হয়? – এটা একটি মূর্খ মানুষও জানে।’

সুলতান আবদুল হামিদ দালাল ও প্রতারকদের ভালোভাবে চিনতে পারতেন।
_______

প্রথম আলো এখন ঠিক একই কাজ করছে। গরু খাওয়ার অপরাধে ভারতবর্ষে মুসলিমদের হত্যা করা হচ্ছে, তা তারা দেখে না। কিন্তু তারা কার্টুন এঁকে বলে, যারা গরু খায় তারা নিকৃষ্ট প্রাণী।

প্রথম আলোর মত যারা চোখ থাকলেও দেখতে চায় না, কান থাকলেও শুনতে চায় না, তারাই গরু থেকে নিকৃষ্ট।

আল্লাহ বলেন –

وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًۭا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ لَهُمْ قُلُوبٌۭ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌۭ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌۭ لَّا يَسْمَعُونَ بِهَآ ۚ أُو۟لَـٰٓئِكَ كَٱلْأَنْعَـٰمِ بَلْ هُمْ أَضَلُّ ۚ أُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْغَـٰفِلُونَ

“আমি বহু জ্বিন ও মানুষকে দোযখের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় রয়েছে, কিন্তু তারা চিন্তা করে না, তাদের চোখ রয়েছে, কিন্তু তা দ্বারা তারা দেখে না, তাদের কান রয়েছে, কিন্তু তা দ্বারা তারা শোনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল গাফেল বা শৈথিল্যপরায়ণ। [সূরা ৭/আ’রাফ – ১৭৯]

সুতরাং, যারা গরু খায় তারা নয়, বরং যারা গরুর মত চিন্তা ও বোধ শক্তিহীন, তাঁরাই নিকৃষ্ট।

 

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক