কওমি মাদ্রাসা অরাজনৈতিক কোনো প্রতিষ্ঠান নয়

কওমী মাদ্রাসাকে কেউ কেউ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান মনে করেন। অথচ, কওমী মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে শায়খুল হিন্দ মাহমুদুল হাসান বলেন –

“শ্রদ্ধেয় ওস্তাদ মাওলানা মুহাম্মদ কাসিম সাহেব দেওবন্দ মাদ্রাসাকে কি শুধু শিক্ষা নেয়া ও শিক্ষা দেয়ার জন্য স্থাপন করেছিলেন? মাদ্রাসাটা আমার সম্মুখে স্থাপিত হয়েছে। আমি যতদূর জানি, ১৮৫৭ সালের বিল্পবে অকৃতকার্য হওয়ার পর এই প্রতিষ্ঠান স্থাপন করা হয়, যাতে এমন একটি কেন্দ্র স্থাপন করা যায়, যেখানে ১৮৫৭ সালের অকৃতকার্যের ক্ষতি পূরণের জন্যে মানুষ তৈরি করা যায়।”

[সাওয়ানেহে কাসেমী, ২য় খণ্ড, পৃ – ২২৩-২২৪]

আরো পোস্ট