মঙ্গল শোভাযাত্রা কি হাজার বছরের ঐতিহ্য?

পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘের ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। এরপর সবাই ভাবতে শুরু করেছে, ইউনেস্কো যেহেতু স্বীকৃতি দিয়েছে, তাহলে ‘মঙ্গল শোভাযাত্রা’ সম্ভবত বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্য।

অথচ, বিবিসিতে কি বলা হচ্ছে, দেখুন –

“নববর্ষ উদযাপনের নানা উৎসবের মধ্যে মঙ্গল শোভাযাত্রাটি একেবারেই নবীন। তাহলে জাতিসংঘের -ঐতিহ্য এবং সংস্কৃতিবিষয়ক সংস্থা, ইউনেস্কো একে বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিল কেন?

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশে ইউনেস্কো কমিশনের সচিব মঞ্জুর হোসেন বলেন, বাচনিক ঐতিহ্য বা সামাজিক চর্চাসহ প্রাকৃতিক বা বৈশ্বিক চর্চার বিষয়গুলো বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। এখানে দীর্ঘদিনের প্রথা হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।”

অর্থাৎ, ইউনেস্কোর স্বীকৃতি পাবার জন্যে কোনো কিছুকে দীর্ঘদিনের প্রথা হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা না থাকায়, যে কোনো কিছু যে কোনো সময় ইউনেস্কোর স্বীকৃতি পেতে পারে। এটাকে হাজার বছরের ঐতিহ্য বলার কিছু নেই।

আরো পোস্ট