কওমী মাদ্রাসার পাঠ্যপুস্তকের লিস্ট
কওমী মাদ্রাসার অনেক বন্ধু আছেন আমার ফেইসবুকে। তাঁদের থেকে একটা বিষয় জানতে চাই।
বাংলাদেশের কমমী মাদ্রাসগুলোতে দরসে নেজামীর সিলেবাস অনুসারে নিম্নের কোন বইগুলো পড়ানো হয়? এবং কোনগুলো পড়ানো হয় না?
ইলমুস সরফ (শব্দ ও তার রুপান্তর শাস্ত্র) = মীযানুস সরফ , মুনশায়িব, পাঞ্জেগাঞ্জ, ইলমুস সীগাহ (মুফতী ইনায়েত আহমাদ কাকুরী প্রনীত), ফুসুলে আকবরী, শাফিয়া।
নাহু (ব্যাকরণ) =নাহবেমীর, মিয়াতে আমেল (আব্দুল কাহির জুরজানির ব্যখ্যাসহ), আবু হাইয়ান আন্দালুসীর হিদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামী।
মানতিক ( যুক্তিবিদ্যা) =সুগরা-কুবরা, মুখতাসার ঈসাগুজি, তাহযিবুল মানতিক ওয়াল কালাম, শরহে তাহযীব, কুতবী, মীর কুতবী, সুল্লামুল উলুম।
হিকমত ও ফালসাফা (দর্শন ও তত্ত্বজ্ঞান)=হিদায়াতুল হিকমাহ ব্যখ্যাগ্রন্থ মারযুবী, সদরা, শামসে বাযেগা।
গণিত =খুলাসাতুল হিসাব ওয়াল হানদাসা, উসুলুল হানদাসাতিল ইকলীদাস, তাশরিহুল আফলাক, রিসালাতু কুশজিয়া, শরহে চুগমীনী (প্রথম অধ্যায়)।
বালাগাত (অলংকারশাস্ত্র) =মুখতাসারুল মাআনি, মুতাওয়াল ।
ফিকহ =শরহে বেকায়া, হেদায়া।
উসুলে ফিকহ =নুরুল আনোয়ার, আত তাওহীদ ফী হাললি গাওয়ামিদিত তানকীহ, আত তালবীহ, মুসাল্লামুস সুবুত।
ইলমে কালাম =শরহে আকাইদে নাসাফী, শরহুল আকাইদিল আদদিয়া, মীর যাহেদ।
তাফসীর =তাফসীরে জালালাইন, বায়জাভী।
হাদীস =মিশকাতুল মাসাবিহ।
সরওয়ার ভাইয়া বলেন-
আমার জানামতে এগুলো পড়ানো হয় না। অবশ্য আমার জানা সম্পূর্ণ না হওয়া স্বাভাবিক। চিটাগাং এলাকায় নিচের কিতাবগুলো কোন কোনটি হয়তো পড়ানো হয়।
১. শাফিয়া।
২. সুগরা-কুবরা,
৩. মুখতাসার ঈসাগুজি,
৪. তাহযীব৷
৫. কুতবী, সুল্লামুল উলুম
(স্বল্প জায়গায় হয়তো, প্রচলিত নয়)
৬. হিদায়াতুল হিকমাহ ব্যখ্যাগ্রন্থ মাইযুবী,
(স্বল্প জায়গায় হয়তো, প্রচলিত নয়)
৭. সদরা,
৮. শামসে বাযেগা।
৯. খুলাসাতুল হিসাব ওয়াল হানদাসা,
১০. উসুলুল হানদাসাতিল ইকলীদাস,
১১. তাশরিহুল আফলাক,
১২. রিসালাতু কুশজিয়া,
১৩. শরহে চুগমীনী (প্রথম অধ্যায়)।
১৪. মুতাওয়াল ।
১৫. আত তাওহীদ ফী হাললি গাওয়ামিদিত তানকীহ,
১৬. আত তালবীহ,
১৭. মুসাল্লামুস সুবুত। (প্রচলিত নয়)
১৮. শরহুল আকাইদিল আদদিয়া,
১৯. মীর যাহেদ।
এগুলো ছাড়া বাকি কিতাবগুলো ব্যাপকভাবেই আছে সিলেবাসে।