প্রশ্নের উত্তর দেয়ার ২টি পদ্ধতি
মানুষ চিন্তাশীল প্রাণী, তাই সে চিন্তা করে, এবং তার মনে অনেক প্রশ্ন জাগে।
মানুষের মনে জাগা প্রশ্নের দুইভাবে উত্তর দেয়া যায়।
১) প্রশ্নকারীর প্রশ্ন করার কারণ বুঝে উত্তর দেয়া। যেমন, সক্রেটিস, প্লেটো, রাসূল (স), সাহাবীগণ এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ীর মতো উত্তর দেয়া। তারা প্রশ্নকারীকে উত্তর দিয়ে সন্তুষ্ট করতেন।
২) প্রশ্নকারীর উত্তর দিতে না পেরে আধুনিক হুজুরদের মতো প্রশ্নকারীকে বেয়াদব, বেদায়াতী, ভ্রান্ত বা কাফের ফতোয়া দিয়ে দেয়া।