চলবে জুলুম আর কতো কাল? (ছড়া)

চলবে জুলুম আর কতো কাল?
কতো হবে আর নাজেহাল?

ঘুরাও ওদের নৌকার পাল,
স্বৈরাচারীর লাঙ্গলের ফাল
ছেড়ে, ধরো স্বদেশের হাল,
দাও ছড়িয়ে ধান-চাল-ডাল।

হয়তো পিঠে পড়বে যে তাল,
রক্তে হবে শরীর যে লাল।
তবু এবার ছেড়ো না হাল,
ছিঁড়ে ফেলো জুলুমের জাল।

১৭/১২/২০১৮

আরো পোস্ট