ইসলামের ক্ষেত্রে কঠোর হওয়া মানেই বেশি তাকওয়াবান হওয়া নয়

একবার উমার (রা) আল্লাহ্‌র রসূল (সা)-এর নিকট আসার অনুমতি চাইলেন। তখন তাঁর সঙ্গে কুরাইশের কয়েকজন নারী কথা বলছিলেন এবং তাঁরা অধিক পরিমাণ দাবী দাওয়া করতে গিয়ে রাসূলের আওয়াজের চেয়ে তাদের আওয়াজ উচ্চ ছিল।

যখন উমার (রা) প্রবেশের অনুমতি চাইলেন তখন তাঁরা উঠে দ্রুত পর্দার আড়ালে চলে গেলেন। তারপর রাসূলুল্লাহ (সা) উমার (রা)-কে অনুমতি দিলেন।

উমার (রা) ঘরে প্রবেশ করে দেখলেন, রাসুল (সা) হাসছিলেন। উমার (রা) বললেন, আল্লাহ্‌ আপনাকে সদা হাস্য রাখুন হে আল্লাহ্‌র রসূল। [অন্য বর্ণনায় এসেছে] উমার (রা) রাসূলকে জিজ্ঞেস করলেন, “হে রাসূল, আপনি আমার মা (আপনার স্ত্রীদের) সাথে হাসছিলেন?

রাসূল (সা) বললেন, “নারীদের এ ব্যাপারটা দেখে আমি অবাক হচ্ছি, তাঁরা আমার নিকট ছিল, অথচ তোমার আওয়াজ শুনা মাত্র তারা সব দ্রুত পর্দার আড়ালে চলে গেল”।

উমার (রা) বললেন, “হে আল্লাহ্‌র রসূল! আপনাকেই-তো অধিক ভয় করা উচিত”। অতঃপর ‘উমার (রা) ঐ মহিলাগণকে লক্ষ্য করে বললেন, “ওহে নিজের ক্ষতিকারী নারীরা! তোমরা আমাকে ভয় কর, অথচ আল্লাহ্‌র রসূলকে ভয় কর না?

নারীরা উত্তরে বললেন, “হাঁ, তুমি রাসূল (স) এর তুলনায় রূঢ় এবং কঠোর”। (فقلن نعم أنت أفظ وأغلظ من رسول الله صلى الله عليه وسلم)

এরপর রাসূল (স) বলেন, “যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম, শয়তান যখনই যে রাস্তায় তোমাকে দেখতে পায়, সে তখনই তোমার ভয়ে সে রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরে”।

[বুখারী – ৩২৯৪, ৩৬৮৩ মুসলিম – ২৩৯৭]

কিছু মানুষ শীতের রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়েন, এবং নিয়মিত নফল রোজা রাখেন; কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করেন না এবং টাকা-পয়সার লেনদেনে ওয়াদা ঠিক রাখেন না; এমন মানুষ আমাদের সমাজে প্রচুর।

ইমাম বুখারী বর্ণনা করেন, রাসূল (স)-কে একবার এক নারী সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিলো, নারীটি নিয়মিত রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সাথে খারাপ আচরণ করে।

তার সম্পর্কে রাসূল (স) বলেন – “ঐ নারীর মধ্যে ভালো কিছু নেই। সে জাহান্নামের অধিবাসী”।

قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ فُلانَةَ تَصُومُ، وَتَقُومُ اللَّيْلَ، وَتُؤْذِي جِيرَانَهَا بِلِسَانِهَا، قَالَ ” لا خَيْرَ فِيهَا، هِيَ فِي النَّارِ
[বুখারী, আদাবুল মুফরাদ, ১১৯]
_____

ভোট আসলে একজন নারী তাহাজ্জুদ পড়া শুরু করেন, কিন্তু সারাজীবন জনগণের মৌলিক অধিকার তিনি কেড়ে নিয়েছিলেন। আবার অনেকেই টুপি মাথায় দিয়ে মাজারে ও মসজিদে যান, কিন্তু সারাজীবন তারা জনগণের ট্যাক্স ও ব্যাংকের টাকা চুরি করেছিলেন। এসব নির্বাচনকালীন দরবেশদের ব্যাপারে সতর্ক থাকুন।

১২/১২/২০১৮

আরো পোস্ট