যে কোনো জাতি শ্রেষ্ঠ হবার জন্যে যে যোগ্যতা প্রয়োজন – ইবনে খালদুন

একটি জাতি, রাষ্ট্র বা সভ্যতা কেন অন্য কোনো জাতি, রাষ্ট্র বা সভ্যতার উপর প্রাধান্য পায়, তার কিছু কারণ অনুসন্ধান করেছেন ইবনে খালদুন।

ইবনে খালদুন বলেন, যখন কোনো জাতির মধ্যে নিম্নের গুণাবলী পাওয়া যায়, তখন বুঝতে হবে শীঘ্রই তাঁরা অন্য জাতির উপর শ্রেষ্ঠত্ব লাভ করবে, এবং আল্লাহ তায়ালা তাঁদেরকে রাজনৈতিক ক্ষমতা দান করবেন। কিন্তু যখন কোনো জাতির মধ্যে নিম্নের গুণাবলী বিলুপ্ত হতে থাকে, তখন বুঝতে হবে, শীঘ্রই আল্লাহ তায়ালা তাদের থেকে রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিবেন।

যে কোনো শ্রেষ্ঠ জাতির গুণাবলী হলো –

১) সততা ও সচ্চরিত্রের প্রতিযোগিতা – an eager desire for goodness and good qualities – يتنافسون في الخير و خلاله

২) ভদ্রতা – generosity – الكرم

৩) ক্রটি-বিচ্যুতির প্রতি ক্ষমা – the forgiveness of error – و العفو عن الزلات

৪) দুর্বলের প্রতি সহনশীলতা – tolerance toward the weak – الاحتمال من غير القادر

৫) অতিথিপরায়ণতা – hospitality toward guests – و القرى للضيوف

৬) দুস্থের সেবা – the support of dependents – حمل الكل

৭) অভাবীদেরকে সাহায্য করা – maintenance of the indigent – كسب المعدم

৮) বিপদ-আপদে ধৈর্যধারণ – patience in adverse circumstances – الصبر على المكاره

৯) প্রতিশ্রুতি পালন – faithful fulfillment of obligations – الوفاء بالعهد

১০) সম্ভ্রম রক্ষার্থে অর্থব্যয় – liberality with money for the preservation of honor – بذل الأموال في صون الأعراض

১১) শরিয়তের প্রতি সমীহ ভাব – respect for the religious law – و تعظيم الشريعة

১২) আলেম-ওলামা, বুদ্ধিজীবী ও স্কলারদের প্রতি সম্মান প্রদর্শন – respect for the religious scholars – إجلال العلماء الحاملين لها

১৩) তাদের নির্ধারিত বিধি-নিষেধের প্রতি আস্থা স্থাপন – observation of the things to be done or not to be done that those scholars prescribe for them – الوقوف عند ما يحددونه لهم من فعل أو ترك

১৪) তাদের প্রতি ভালো ধারণা পোষণ – thinking highly of religious scholars – حسن الظن بهم

১৫) ধার্মিক ব্যক্তিদের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা – belief in and veneration for men of religion – اعتقاد أهل الدين و التبرك بهم

১৬) ধার্মিক ব্যক্তিদের দোয়ার প্রতি আগ্রহ – a desire to receive their prayers – رغبه الدعاء منهم

১৭) মুরব্বী ও শিক্ষকদের সামনে লজ্জা থাকা – great respect for old men and teachers – الحياء من الأكابر و المشايخ

১৮) তাদের প্রতি সমীহ ও সম্মানের ভাব – و توقيرهم و إجلالهم

১৯) সত্য আহ্বানকারীদের আনুগত্য – acceptance of the truth in response to those who call to it – الانقياد إلى الحق مع الداعي إليه

২০) অক্ষমের প্রতি সুবিচার – fairness to and care for those who are too weak to take care of themselves – إنصاف المستضعفين من أنفسهم

২১) তাদের অবস্থার পরিবর্তন সাধন ও তাদের অধিকারের স্বীকৃতিদান – attentiveness to the complaints of supplicants – إنصاف المستضعفين من أنفسهم و التبدل في أحوالهم و الانقياد للحق

২২) তাদের প্রতি বিনয় প্রদর্শন – humility toward the poor – التواضع للمسكين

২৩) অভিযোগকারীদের অভিযোগ শ্রবণ – استماع شهوى المستغيثين

২৪) ধর্মের বিধি-নিষেধ পালন ও ইবাদাত করা – fulfillment of the duties of the religious law and divine worship in all details – التدين بالشرائع و العبادات

২৫) ধর্ম ও তার উপকরণাদিকে দৃঢ়ভাবে ধারণ – و القيام عليها و على أسبابها

২৬) বিশ্বাসঘাতকতা, প্রতারণা, প্রতিশ্রুতি ভঙ্গ ও দুর্নীতি থেকে দূরে থাকা – avoidance of fraud, cunning, deceit, and of not fulfilling obligations – التجافي عن الغدر و المكر و الخديعة و نقض العهد و أمثال ذلك

১২/১০/২০১৮

আরো পোস্ট