About ME

প্রতি দিন, প্রতি মিনিট কিম্বা প্রতিটি সেকেন্ডে-ই মনের পরিবর্তন হচ্ছে; কিছু ইচ্ছায়, কিছু অনিচ্ছায়। পরিবর্তন-গুলো আমায় খুব অবাক করে, আবার আনন্দও দেয়; ছোট করে দেয়, আবার বড়ও করে তোলে।

আমাকে আমি বুঝতে হলে এ-সব পরিবর্তন সংরক্ষণ করা খুবই প্রয়োজন; এ-ক্ষেত্রে ফেইসবুকের সাহায্য নিচ্ছি, শুধু সহজ বলেই….

কাউকে আদেশ-উপদেশ-পরামর্শ কিম্বা শিক্ষা দেয়ার বিন্দুমাত্র উদ্দেশ্য নেই, উপযুক্তও নই; কেবল নিজের কাছে নিজের অবস্থান পরিষ্কার করার জন্যেই মাঝেমধ্যে কিবোর্ড ধরতে ইচ্ছে করে। এতে কারও কষ্টের কারণ হলে, দুঃখিত!!!

নিজের সম্পর্কে এখনও কিছুই জানি না; জানার চেষ্টা করছি অবিরত

আরো পোস্ট