ইসলাম, ইমান ও ইহসানের সম্পর্ক
ইসলাম, ঈমান ও ইহসান এ তিনটির সমন্বয়ে আমাদের ধর্ম।
ইসলাম কর্মের বিষয়, ঈমান চিন্তার বিষয়, এবং ইহসান অনুভূতির বিষয়।
ইসলাম মানুষের শরীরের কাজ, ঈমান মানুষের আকলের কাজ, ইহসান মানুষের হৃদয়ের কাজ।
ইসলাম অনেক বেশি অনুসরণ করার বিষয়, ঈমান অনেক বেশি বোঝার বিষয়, এবং ইহসান অনেক বেশি উপলব্ধি করার বিষয়।
ইসলাম হলো ব্যক্তির সাথে সমাজের প্রকাশ্য সম্পর্ক, ঈমান হলো ব্যক্তি নিজের সাথে নিজের সম্পর্ক, এবং ইহসান হলো ব্যক্তির সাথে আল্লাহর সম্পর্ক।
ইসলাম আলোচনা হয় ফিকহের গ্রন্থসমূহে, ঈমান আলোচনা হয় কালাম বা যুক্তি শাস্ত্রে, আর ইহসান আলোচনা হয় সুফি গ্রন্থসমূহে।
ইসলাম সমাজ গঠন করে, ঈমান ব্যক্তি গঠন করে, এবং ইহসান ব্যক্তি ও সমাজে সৌন্দর্য বৃদ্ধি করে।
[হাদিসে জিবরাঈল অবলম্বনে]