ইসলাম প্রচারের ২টি পদ্ধতি
ইসলামকে দুইভাবে প্রচার করা যায়। সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে।
সামাজিকভাবে ইসলাম প্রচারের মধ্যে পরিশ্রম বেশি করতে হয়, কিন্তু সফলতা আসে কম। এ পদ্ধতিতে জনগণকে ইসলাম মানার জন্যে বাধ্য করা যায় না। মানুষের ভালো লাগলে আপনার কথা শুনবে, ভালো না লাগলে শুনবে না। এ ক্ষেত্রে ইসলাম প্রচার করার জন্যে আগে মানুষের হৃদয় জয় করতে হয়।
অন্যদিকে,
রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের মধ্যে পরিশ্রম কম করতে হয়, কিন্তু সফলতা আসে বেশি। এ পদ্ধতিতে জনগণকে ইসলাম মানার জন্যে বাধ্য করা যায়। ইসলামের কোনো কিছু কারো ভালো না লাগলেও রাষ্ট্রের পুলিশের ভয়ে তা পালন করতে হয়। এ ক্ষেত্রে মানুষের হৃদয় জয় করা যায় না। ফলে মানুষ উপর দিয়ে ইসলাম মানলেও ভিতরে ভিতরে মুনাফিক থেকে যায়।