নারী দিবস ভাবনা
জামাই বউয়ের সাথে রাগ করাকে আমরা স্বাভাবিক মনে করি। কিন্তু বউ জামাইয়ের সাথে রাগ করাকে আমরা অস্বাভাবিক মনে করি। আমরা মনে করি, নারীর এত স্পর্ধা কেন যে সে জামাইয়ের সাথে রাগ করবে? জামাইকে খারাপ কথা বলবে?
মূলত পুরুষতান্ত্রিক চিন্তার কারণেই আমরা নারীদেরকে রাগ করার অধিকার দেই না। কিন্তু ইসলাম বউকে তার জামাইয়ের সাথে রাগ করার অধিকার দেয়।
জামাইয়ের সাথে বউয়ের রাগ করাকে রাসূল (স) স্বাভাবিক ভাবে নিলেও উমার (রা) এটাকে স্বাভাবিকভাবে নিতে পারতেন না।
উমার (রা) বলেন: ‘আমি থাকতাম আওয়ালীতে বনু উমাইয়া বিন যায়িদের বাড়ীতে। একদিন আমি আমার স্ত্রীর ওপর রাগ করলাম। সেও আমার ওপর পাল্টা রাগ করলো। তার আমার ওপর পাল্টা রাগ করাটা আমি অপছন্দ করলাম। সে বললো, তোমার ওপর পাল্টা রাগ করাকে অপছন্দ করার হেতু কী? আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তার ওপর পাল্টা রাগ করে থাকে। এমনকি তাদের কেউ কেউ তো দিন থেকে রাত পর্যন্ত তার সঙ্গ বর্জন করে।’ উমার (রা:) বলেন: এরপর আমি চলে গেলাম এবং হাফসার কক্ষে প্রবেশ করলাম। তাকে বললাম, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর পাল্টা রাগ কর? সে বললো, হ্যাঁ। আমি বললাম: দিন থেকে রাত পর্যন্ত তাঁর সঙ্গ বর্জনও কর? সে বললো, হ্যাঁ। (সূত্র মুসনাদে আহমাদ, হাদিস নম্বর – ৩৩৯) (https://www.hadithbd.com/print.php?hid=63163)
এ ঘটনা উমার (রা) পরে একদিন রাসূল (স)-কেও বললেন। রাসূল (স) নারীদের বিরুদ্ধে কোনো কথা না বলে কেবল একটু মুচকি হাসলেন। অর্থাৎ, রাসূল (স) নারীদের এ আচরণকে খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন।
বুখারির একটি হাদিসে উমার (রা) বলেন –
وكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا علَى الأنْصَارِ إذَا هُمْ قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِن أدَبِ نِسَاءِ الأنْصَارِ
“আমরা কুরাইশ বংশের পুরুষরা নারীদের ওপর আধিপত্য বিস্তার করতাম। যখন মদীনায় গেলাম, সেখানে এমন এক জনগোষ্ঠীকে পেলাম, যাদের ওপর তাদের নারীরা আধিপত্য বিস্তার করে। এ কারণে আমাদের মহিলারা তাদের মহিলাদের কাছ থেকে এ আদব শিখতে লাগলো।” (সূত্র বুখারি – ২৪৬৮)
এখানে লক্ষণীয় যে, আনসার নারীদের এ কাজটাকে উমার (রা) প্রথমে খারাপ ভাবলেও পরে আর সেটাকে খারাপভাবে বর্ণনা করেন নাই। তিনি নারীদের এমন আচরণের জন্যে ‘আদব’ বা ‘শিষ্টাচার’ শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ, আনসার নারীরা জামাইয়ের উপর যে রাগ করতো, সেটাকে তিনি খারাপ কোনো শব্দ দিয়ে উল্লেখ না করে ‘আদব’ শব্দ দিয়ে বর্ণনা করেছেন।
তো আসুন, আমরাও বউকে রাগ করার অধিকার দেই।
8 March 16:10 pm 2020