“ইসলামে দেশপ্রেম”
ধর্মীয় অঙ্গনে কেউ ‘দেশপ্রেম’ নিয়ে কথা বললে তাঁকে ওলামালীগের সদস্য মনে করা হয়। অথচ, তুরস্ক, তিউনেশিয়া, মালোশিয়া বা সুদানের মতো দেশগুলোর মসজিদে নিয়মিত ‘দেশপ্রেম’ নিয়ে খুতবা দেয়া হয়।
অনেকে বলেন, ‘হুব্বুল ওতান মিনাল ইমান’ বা ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ এটা ভুয়া হাদিস। হ্যাঁ, এটা রাসূলের কথা নয়; বরং এটা আরবদের একটা প্রবাদ। কিন্তু দেশপ্রেম নিয়ে রাসূলের অন্য অনেক সহিহ হাদিসও রয়েছে। যেমন, মদিনায় গিয়ে রাসূল (স) বলেছিলেন –
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ
“ও আল্লাহ! মক্কার ভালোবাসার মতো, বা তার চেয়েও বেশী মদিনার জন্যে ভালোবাসা দাও।” [বুখারি – ১৮৮৯]
যে দেশে আমরা বাস করি, সে দেশের জন্যে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, “হে, আল্লাহ! বাংলাদেশের জন্যে আমার ভালোবাসা বাড়িয়ে দাও।” কিন্তু কিছুতেই দেশপ্রেমকে অ-ইসলামিক বলা যাবে না।
ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যায় বলেন, যদিও ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ হাদিসটি রাসূলের কথা নয়, তবে রাসূলের কাজে এটা দেখা দিয়েছে। ইমাম আস-সাখাওয়ী ও ইমাম আল-আজলুনি বলেছেন, ‘দেশ প্রেম ইমানের অঙ্গ’ এটা যদিও রাসূলের মূখ থেকে প্রকাশ পায়নি, তবে রাসূলের (স) কর্ম থেকে তা প্রকাশ পেয়েছে।
12 February at 20:42pm 2020