২০১৮ সালে রিসার্চ ও গবেষণা খাতে বিভিন্ন দেশের বাজেট

রিসার্চ ও গবেষণার জন্যে বিশ্বের সকল দেশ তাদের বাজেটের একটা বড় অংশ খরচ করে। যে দেশ যতবেশি উন্নত সে দেশ ততবেশি খরচ করে। যেমন, ২০১৮ সালে আমেরিকা রিসার্চ ও গবেষণার জন্যে খরচ করেছে ৪৭৬.৫ বিলিয়ন ডলার, চায়না ৩৭০.৬ বিলিয়ন, জাপান ১৭০.৫ বিলিয়ন, জার্মানি ১০৯.৮ বিলিয়ন ডলার।

মুসলিম বিশ্বে রিসার্চ ও গবেষণার জন্যে সবচেয়ে বেশি খরচ করে তুরস্ক, কিন্তু সেটা অমুসলিম দেশগুলোর ধারে কাছেও নেই। তুরস্ক খরচ করে ১৫.৩ বিলিয়ন ডলার। এ ছাড়া অন্যান্য মুসলিম দেশ যেমন, মালেশিয়া ৯.৭ বিলিয়ন, মিশর ৬.১ বিলিয়ন, পাকিস্তান ২.৪ বিলিয়ন, কাতার ১.৩ বিলিয়ন ডলার তাদের গবেষণার জন্যে খরচ করে।

আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত খরচ করে ৪৮.১ বিলিয়ন ডলার। 

পৃথিবীর সবচেয়ে গরিব দেশ সুদান খরচ করে ২৮১ মিলিয়ন, উগান্ডা ২৪৩ মিলিয়ন।

এবার বাংলাদেশের কথা জিজ্ঞেস করে আমাকে লজ্জিত করবেন না। বাংলাদেশ গবেষণায় এত কম টাকা খরচ করে যে, সিরিয়ালে আমাদের নাম-ই নেই। যেখানে সুদান ও উগান্ডার মতো এতো দরিদ্র দেশেও কিছু টাকা তাদের গবেষণায় খরচ করে, সেখানে আমারা গবেষণার জন্যে কোনো টাকাই খরচ করি না।

সকল দেশে সরকারের পাশাপাশি দেশের বড় বড় কোম্পানিগুলো গবেষণার জন্যে কিছু টাকা খরচ করে। আমাদের দেশে সরকার লুটেপুটে খায়, তা সবাই জানে, কিন্তু বড় বড় কোম্পানিরা যদি অন্তত কিছু টাকা গবেষণার জন্যে খরচ করতো, তাহলে আজ উগান্ডার পাশে আমাদের নামটা অন্তত থাকতো।

30 Sep 2019 

আরো পোস্ট