মিলাদুন নবী কি?
কোনো কিছু ইবাদাত হবার জন্যে কোর’আন হাদিস থেকে প্রমাণিত হতে হয়। মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে পালন করা যেহেতু কোর’আন-হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই এটি ইবাদাত বা সাওয়াবের কোনো কাজ নয়।
একইভাবে, কোনো কিছু বিদায়াত হবার জন্যে কাজটিকে কেউ ইবাদাত হিসাবে পালন করতে হয়। যেহেতু মিলাদুন নবীকে কেউ ইবাদাত মনে করে না, বা সকল মানুষের জন্যে পালনীয় কাজ মনে করে না, তাই মিলাদুন নবী পালন করাটা বিদায়াতও নয়।
তাহলে মিলাদুন নবী জিনিসটা কি?
এটি হলো মুসলিমদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান।
মানুষ সামাজিক জীব। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মাধ্যমে সমাজের মানুষ একে অপরের সাথে সম্পর্ক সৃষ্টি করে। যেমন, ওয়াজ-মাহফিল বা মিলাদুন নবী পালনের মাধ্যমে সামাজিক যোগাযোগ বৃদ্ধি পায়। যখন এসব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, তখন মানুষ অন্য ধরণের সামাজিক অনুষ্ঠানের প্রতি আগ্রহী হয়ে উঠে। বাংলাদেশে যখন থেকে মিলাদুন নবী পালন করার উপর নিষেধাজ্ঞা সৃষ্টি হয়, তখন থেকে পয়লা বৈশাখ ও পূজা অনুষ্ঠানগুলো জমজমাট হতে শুরু হয়।
9 November 2019 at 10:27 pm