মুখে – মুখে বিতর্কের চেয়ে লিখে – লিখে বিতর্ক অনেক বেশী কার্যকরী
ইউটিউবে গেলেই দেখি, হুজুরে হুজুরে যুদ্ধ। “ওমুক হুজুরের সাথে তমুক হুজুরের যুদ্ধ”, ওমুক হুজুরকে ধোলাই করলেন তমুক হুজুর”।
ধর্মীয় কিছু বিষয়ে মতবিরোধপূর্ণ কথা বলতে গিয়েই হুজুররা একে অপরের সাথে এই যুদ্ধ লাগিয়ে দেয়। একই সমস্যা আমাদের সেক্যুলার বুদ্ধিজীবী ও টিভি উপস্থাপক-উপস্থাপিকাদের ক্ষেত্রেও ঘটে। তারা টেলিভিশনে কোনো বিষয়ে কথা বলতে গেলে সেখানেই যুদ্ধ বাঁধিয়ে দেয়।
আসলে মতবিরোধপূর্ণ বিষয়গুলো মুখে মুখে সমাধান করা যায় না, এর জন্যে প্রয়োজন লিখালিখি। কারণ, সবচেয়ে ভালো বিতর্ক তা, যা লিখে প্রকাশ করা হয়। এবং সবচেয়ে খারাপ বিতর্ক তা, যা মুখে প্রকাশ করা হয়।
আমরা যখন একে অপরের সাথে মুখে-মুখে বিতর্ক করি, তখন আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। কিন্তু লিখালিখির মাধ্যমে বিতর্ক করলে সে সমস্যা আর হয় না।
মুখোমুখি বিতর্ক করার সময়ে একজনের কথার মাঝেই অন্যজন কথা বলা শুরু করেন, ফলে কেউ কাউকে বুঝার সময় পায় না। কিন্তু লিখালিখির মাধ্যমে বিতর্ক করলে যথেষ্ট সময় নিয়ে সবকিছু বুঝে-শুনে বিতর্ক করা যায়।
মুখে-মুখে বিতর্ক করলে, বিতর্কের বিষয়ের চেয়ে ব্যক্তি আক্রমণ বেশি হয়। কিন্তু লিখে-লিখে বিতর্ক করলে ব্যক্তি আক্রমণ তেমন একটা হয় না।
মুখে-মুখে বিতর্ক করলে, যার গলার জোর বেশি, সেই বিজয়ী হয়। কিন্তু লিখে-লিখে বিতর্ক করলে, যার যুক্তি বেশি শক্তিশালী, সেই বিজয়ী হয়।
আমাদের দেশের হুজুররা ওয়াজে এবং বুদ্ধিজীবীরা টকশোতে মুখে-মুখে বিতর্ক না করে যদি লিখে-লিখে বিতর্ক করতেন, তাহলে আমারা অনেক বেশি উপকৃত হতাম।
22 August 2019 at 11:46am