কোরবানির উদ্দেশ্য
অনেকে বলেন, কোর’বানের ঈদে পশু জবাই করার জন্যে এত টাকা খরচ না করে সে টাকা গরিব-অসহায়কে দিয়ে দেয়া ভালো। আসলে এই ধারণা জন্ম নেয়ার কারণ হলো, আমরা কোরবানির মূল উদ্দেশ্য ভুলে গেছি। কোরবানি মানে প্রাণ উৎসর্গ করা, দান করা নয়। ইব্রাহীম (আ)-এর মতো নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তানের প্রাণকে আল্লাহর জন্যে উৎসর্গ করাকে কোরবান বলে। অথবা ইসমাঈল (আ)-এর মতো নিজের জীবনকে আল্লাহর জন্যে উৎসর্গ করাকে কোরবান বলে। কোরবান মানে নিছক কোনো দান-সদকা বা পশুর গোস্ত বিতরণ করা নয়। নামাজ পড়া আর রোজা রাখা যেমন এক নয়, তেমনি কোরবানি আর দান-সদকা এক নয়। দুটি ভিন্ন ভিন্ন দুটি ইবাদাত। নামাজ পড়লে যেমন রোজার কাজ হয় না, তেমনি দান সদকা করলে কোরবানি হয় না।
30 July 2019 at 07:10pm