|

ইসলাম এক হলে মাজহাব চারটা কেন?

এই প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন যারা রিসার্চ বা গবেষণা নিয়ে কাজ করেন। কোনো কিছু গবেষণা করার অনেকগুলো পদ্ধতি থাকে, যেটাকে ‘রিসার্চ মেথডলজি’ বা ‘গবেষণা পদ্ধতি’ বলা হয়। কেউ কোনো কিছু গবেষণা করতে হলে অনেকগুলো গবেষণা পদ্ধতি থেকে একটি পদ্ধতি বাছাই করে নিতে হয়।

ধরুন, দুই বন্ধু আরিফ ও সাজিদ ২০০৯ সালে পিলখানায় সংঘটিত ‘বিডিয়ার বিদ্রোহ’ নিয়ে গবেষণা করতে চায়। দুই বন্ধুর-ই উদ্দেশ্য এক, কিন্তু গবেষণা পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে।

যেমন, আরিফ জানতে চায় – পিলখানায় কতজন সেনা হত্যা হলো? কতজন বিডিয়ার এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলো? যারা হত্যা করেছে, তাদের সাথে কাদের যোগাযোগ ছিলো? এই হত্যাকাণ্ডের পিছনে মূল হোতা কারা ছিল? ইত্যাদি। এ বিষয়গুলো জানার জন্যে আরিফ অনেকগুলো গবেষণা পদ্ধতি থেকে পছন্দ করে একটি গবেষণা পদ্ধতি অবলম্বন করলো, যার নাম ‘কোয়ানটিটেটিভ রিসার্চ’ বা ‘পরিমাণগত সমীক্ষা’।

অন্যদিকে, সাজিদ জানতে চায় – কেন সেনাবাহিনীদের হত্যা করা হলো? সেনাবাহিনীর সাথে বিডিয়ারের দ্বন্দ্ব কি ছিলো? সরকার কেন সেনাবাহিনীদের বাঁচাতে ব্যর্থ হলো? সেনাবাহিনী হত্যায় বিদেশের কোনো চক্রান্ত ছিলো কিনা? বিডিয়ারের নাম পরিবর্তন করে ‘বিজিবি’ রাখা হলো কেন? ইত্যাদি। এ বিষয়গুলো জানার জন্যে সাজিদ যেই গবেষণা পদ্ধতি অবলম্বন করলো, তার নাম ‘কোয়ালিটেটিভ রিসার্চ’ বা ‘গুণগত সমীক্ষা’।

দেখুন, আরিফ ও সাজিদ দুই বন্ধুর উদ্দেশ্য একই, এবং তা হলো পিলখানা নিয়ে গবেষণা করা। কিন্তু, উভয়ের গবেষণা করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। আরিফ ও সাজিদকে অবশ্যই কোনো না কোনো গবেষণা পদ্ধতি বেছে নিতে হবে, নতুবা তারা গবেষণা করতে পারবে না।

ঠিক একইভাবে যারা ইসলাম নিয়ে গবেষণা করতে চায়, তাদেরকে চারটি প্রসিদ্ধ গবেষণা পদ্ধতি বা মাজহাব থেকে একটি মাজহাব পছন্দ করে নিতে হয়, নতুবা কেউ ইসলাম নিয়ে গবেষণা করতে পারেন না।

আমরা যারা কেবল ফেইসবুকে স্ট্যাটাস লিখি, তারা কোনো রিসার্চ মেথডলজি অবলম্বন না করলেও চলে; কারণ আমাদের কথার এতো গুরুত্ব নেই। কিন্তু, যারা গবেষণা করতে চান, তাদেরকে অবশ্যই এক বা একাধিক গবেষণা পদ্ধতি অবলম্বন করে গবেষণা করতে হয়।

ঠিক একইভাবে, আমরা যারা খুব সাধারণ মুসলিম, তারা কোনো একটি মাজহাব সম্পর্কে খুব ভালো না জানলেও চলে। কিন্তু, যারা ইসলাম নিয়ে গবেষণা করতে চায়, এবং ইসলামের কোনো বিষয়ে সিদ্ধান্ত দিতে চায়, তাদেরকে অবশ্যই এক বা একাধিক মাজহাব অনুসরণ করতে হয়। মাজহাব মানে গবেষণা পদ্ধতি, অন্য কিছু নয়।

সুতরাং, ইসলাম এক, কিন্তু মাজহাব অসংখ্য হতে পারে। এতে সমস্যার কিছু নেই।

25 ফেব্রুয়ারি, 2019, 3:16 PM

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক