মন নষ্ট তো সব নষ্ট
বিসমিল্লাহির রহমানির রহিম
ختم الله على قلو بهم وعلى سمعهم , وعلى ابصارهم غشاوة – ولهم عذاب عظيم
(আল্লাহ তাদের মনে ও কানে মোহর মেরে দিয়েছেন, আর তাদের চোখের উপর রয়েছে আবরণ। তাদের জন্যে রয়েছে মহাশাস্তি।) সূরা বাকারা: আয়াত–৭
এ আয়াতে একটি ক্রমধারা লক্ষ করা যায়। আল্লাহ তায়ালা প্রথমে বলেছেন মনের কথা, তারপর কান ও চোখ। প্রশ্ন হলো – প্রথমে মনের কথা কেনো বলেছেন?
আমরা কেবল তাই শুনি, যা আমাদের মনে ইতোমধ্যে গেঁথে আছে। ধরুন, তিনজন মানুষ একত্র এক জায়গায় কথা বলছে – একজন তার্কি ভাষায়, একজন চীনা ভাষায় এবং অন্যজন বাংলা ভাষায়। বাংলা ভাষার শব্দগুলোই আপনি বেশি শুনবেন; কারণ বাংলা ভাষার শব্দগুলোর সাথে আপনি তুলনামূলক বেশি পরিচিত। এই যে বাংলা ভাষার শব্দগুলো আপনি বেশি শুনলেন তাঁর কারণ আপনার মন। আপনার স্মৃতিতে বাংলা ভাষার শব্দ বেশি বলে আপনি বাংলা ভাষায় কেউ কথা বললে আগে শুনতে পান। সুতরাং কোনো শব্দ শুনার আগে আমাদের মন ঠিক করে দেয় আমরা কি শুনব, আর কি শুনব না। এ কারণে আল্লাহ তায়ালা আগে বলেছেন মনের কথা – তারপর শুনার কথা।
একইভাবে দেখার কথা ভাবতে পারি। আমরা তাই দেখি বা দেখার চেষ্টা করি যা ইতোমধ্যে আমরা জেনেছি বা শুনেছি। ধরুন, আপনি কোনো জায়গায় ঘুরতে গেলেন। আপনার চোখে কেবল তাই পড়বে, যা আপনার জানা আছে। অনেক মূল্যবান, প্রয়োজনীয় বা সুন্দর জিনিসও আপনার চোখে পড়বে না, যদি সে জিনিস সম্পর্কে আগ থেকেই আপনার জানা-শুনা না থাকে। সুতরাং দেখার কাজটাও মন দ্বারা নিয়ন্ত্রিত।
মানুষের মাঝে যারা সংকীর্ণ চিন্তার অধিকারী, তারা বলেন – আমরা তাই বিশ্বাস করি, যা আমরা শুনি বা দেখি। আসলে মানুষ কেবল তাই শুনে বা দেখে যা সে বিশ্বাস করে। আগে মনের পরিবর্তন করতে হয়, বিশ্বাস আনতে হয় – তারপর সৃষ্টি হয় দৃষ্টিভঙ্গি। মনে মোহর পড়লে স্বাভাবিকভাবেই চোখ-কান অকার্যকর হয়ে পড়ে। মন নষ্ট তো সব নষ্ট।
October 10, 2015 at 8:12 PM