তুরস্কের নারী মুফতী
আয়াসোফিয়ার ইমাম ও তুরস্কে ইসলামি ফাউন্ডেশনের সভাপতি উস্তাদ আলী এরবাশ নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রচুর কাজ করেছেন। তিনি নিজের সহকারী হিসাবেও একজন নারীকে নিয়োগ করেছেন। তুরস্কের ইসলামি ফাউন্ডেশনের নারী সহ-সভাপতি নিয়োগের ঘটনা এটাই প্রথম।
উস্তাদ আলী এরবাশ দায়িত্ব পাবার পরে দেশের বিভিন্ন জেলায় নারী-মুফতি নিয়োগ দিয়েছেন। বর্তমানে তুরস্কের ৭০ টি জেলায় নারী-মুফতি সরকারীভাবে ফতোয়া দেয়ার দায়িত্ব পালন করছেন।