ইসলামপন্থীরাও ক্ষমতার জন্যে সেকুলারদের সাথে হাত মিলায়
তুরস্কের মূলধারার ইসলামপন্থীদের প্রধান কারামোল্লাওলুর বিরুদ্ধে এরদোয়ানপন্থীরা অভিযোগ করছে যে, কারামোল্লাওলু এখন বামপন্থী চে গুয়েভারার আদর্শ গ্রহণ করেছেন।
এখানে একটা ছবিতে মূলধারার ইসলামপন্থীদের প্রধান কারামোল্লাওলুর মাথায় চে গুয়েভারার টুপি পরিয়ে দেয়ার কারণ হলো, এখানে তিনি যেভাবে হাত মুঠ করে আছেন, সাধারণত তুরস্কের বামপন্থীরা চে গুয়েভারার অনুসরণে এভাবে হাত তোলে।ইসলামপন্থীরা এভাবে হাত তোলে না। তুরস্কের ইসলামপন্থীরা হাত তোলে বৃদ্ধা আঙুল উপরের দিকে দিয়ে, যাতে বৃদ্ধা আঙ্গুল স্পষ্ট তাওহীদের সাক্ষ্য দিতে পারে।
অন্য ছবিতে দেখা যাচ্ছে কট্টর সেকুলার কামাল আতাতুর্কের দলের প্রধানের সাথে ইসলামপন্থী দলের সখ্যতা। এরদোয়ানের বিরোধিতায় তুরস্কের ইসলামপন্থী ও বামপন্থীরা একই স্টাইলে কথা বলেন। যেমন, আয়াসোফিয়া ইস্যুতে সেকুলার ও বামপন্থী উভয় দল বলেছেন, আয়াসোফিয়া খুলে দেয়া ঠিক আছে, কিন্তু অর্থনৈতিক মন্দার এ সময়ে খুলে দেওয়া ঠিক হয়নি।
আসলে রাজনীতি সাদা-কালো বলে কিছু নেই। অনেক কিছুকেই আমরা ইসলামপন্থী কাজ মনে করি, কিন্তু কাজটা আসলে সেক্যুলারদের স্বার্থ হাসিল করে। আবার অনেক কাজকে আমরা সেকুলার কাজ মনে করি, কিন্তু সেটা আসলে ইসলামের স্বার্থ-ই হাসিল করে।