সালাফিরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেনো?
সালাফী’ শব্দটি দিয়ে রাসূল (স.)—এর পরবর্তী তিন প্রজন্মের মুসলিমদের বুঝানো হয়; যাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছিলেন স্বয়ং রাসূল (স.)। কিয়ামত পর্যন্ত সব মুসলিম আখলাক ও ইবাদাতে এই তিন প্রজন্মের অনুসরণ করবে।
একবার এক বন্ধু প্রশ্ন করলেন : আচ্ছা, সালাফিরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ কেনো? তাঁরা তো বিজ্ঞান, প্রযুক্তি, কলা ও বাণিজ্য – সব দিক থেকে আমাদের চেয়ে কম জানতেন।
তাৎক্ষণিক এ প্রশ্নের জবাব জানা ছিল না। পরবর্তীতে কিছু জবাব খুঁজে পেইয়েছিলাম।
প্রথমত,
সালাফগণ ইসলামের যাবতীয় কার্যাবলীকে বুঝে বুঝে পালন করতেন। কোর’আন বুঝে পড়তেন; সালাত বুঝে আদায় করতেন। কেনো যাকাত দিতে হবে, কেনো সিয়াম পালন করতে হবে; সব বুঝতেন। সুদ কেনো হারাম, ব্যবসা কেনো হালাল; পার্থক্য জানতেন। ব্যভিচার করার ক্ষতি কি, তা উপলব্ধি করতে পারতেন।
কিন্তু পরবর্তীতে যত একদিন যেতে থাকলো, মানুষ তত রোবটিক-স্টাইলে ইসলাম পালন করতে শুরু করলো। তারা জানতে চায় না : কেনো সালাত আদায় করতে হয়, কেনো যাকাত দিতে হয়, কিংবা কেনো সিয়াম পালন করতে হয়। –ফলে সালাফদের থেকে আমাদের মর্যাদা কমতে থাকে।
দ্বিতীয়ত,
সালাফগণ ইবাদাত ও আখলাক – এ দু’টিকে সমভাবে গুরুত্ব দিতেন। পরবর্তী সময়ে ইবাদাত ও আখলাক – এ দুটি পরস্পর ভিন্ন হয়ে যায়। কেউ আখলাকের চেয়ে ইবাদাতকে বেশি গুরুত্ব দেয়া শুরু করেন। আবার কেউ ইবাদাতের চেয়ে আখলাককে বেশি গুরুত্ব দেয়া শুরু করেন। রাসূল (স)-এর ওফাতের পর যত একদিন গেলো, মানুষ তত ইবাদাত ও আখলাককে গুরুত্বের দিক থেকে দু’ভাগে ভাগ করা শুরু করলো। কিন্তু সালাফগণ এসব বিষয়ে আমাদের চেয়ে অনেক অনেক বেশি সচেতন ছিলেন।
July 12, 2015 at 12:01 AM ·