শাহাবাগের সামাজিক বিশ্লেষণ
শিশু পার্ক ও যাদুঘরের ঠিক মাঝখানে বসে শাহাবাগিদের হাট। সব সময় মানুষ বসে এমন না, প্রায়ই খালি চেয়ারগুলো এখানে দিনব্যাপী অনশন করে যায়। দেশের অন্য কোথাও না গিয়ে এ স্থানটাকে-ই কেনো তারা নিজেদের আস্তানা হিসাবে বেচে নিলো?
নৃতাত্ত্বিকভাবে হয়তো এর অনেক ব্যাখ্যা করা যাবে; আমি এ বিষয়ে অজ্ঞ। পথিক হিসাবে প্রতিদিন যা দেখি, তাই বলছি…
শিশু পার্কের ঠিক পশ্চিমে শাহাবাগিদের আস্তানা। মানসিকতায় তারা শিশুদের ঊর্ধ্বে নয়; আবেগেও শিশুদের মতই। আসা-যাওয়ার পথে তাদের যেসব কথা শুনি বা যেসব কাজ দেখি, তা শিশুদের চেয়েও অবুঝ। সরকারের প্রতি তাদের আবেদন, অনুরোধ ও আন্দোলন সব শিশুদের মতই। অযৌক্তিক, অবুঝ, আবেগপ্রবণ ও বিপদজনক কাজ করতেই তারা যেন আনন্দ বোধ করেন।
একইভাবে, যাদুঘরের ঠিক পূর্ব পাশেই তাদের আস্তানা। বাস্তবতার আড়ালে গিয়ে অতীতের নিদর্শন খুঁজতে মানুষ যাদুঘরে যায়। শাহবাগেও ঠিক তারাই আসেন, যারা বর্তমান বাস্তবতাকে আড়াল করতে চান। যারা পশ্চাৎপদে ফিরতে চান। যারা রাজনীতিতে অতীতের কঙ্কাল দেখে পুলকিত হতে চান। যারা মাটির তৈরি বাঘ-সিংহ দেখে সত্যিকারের বাঘ-সিংহের ভয় পান।
May 28, 2015 at 11:36 PM ·