(কুসংস্কারাচ্ছন্নমনা-১)
মুক্তমনা শব্দটি শুনতে খারাপ না, আমার বেশ ভালোই লাগে। কিন্তু বিপদ হল এ শব্দের উৎপত্তি বাংলাদেশে; সুতরাং ভেজাল আছে নিশ্চিত। এদেশে মুক্তমনা মানেই যে কুসংস্কারাচ্ছন্ন, তা আর নতুন করে বলার অবকাশ নেই; তবুও কেনো জানি ‘মুক্তমনা’ শব্দটি নিয়ে একটু লিখবার ইচ্ছা হল।
‘মুক্তমনা’ কাউকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই, ‘মন’ মানে কী? আমি নিশ্চিত সে আপনাকে সঠিক কোনো উত্তর দিতে পারবে না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তারা আপনাকে বলবে, মন মানে মস্তিষ্ক। তাহলে ভাই, আপনারা ‘মুক্তমস্তিষ্ক’ না বলে নিজেদের ‘মুক্তমনা’ বলেন কেনো?
মন একটি বায়বীয় ধারণা। পৃথিবীর কোনো বিজ্ঞানী বা দার্শনিক ‘মন’কে বস্তু হিসাবে বিবেচনা করেননি। তারা মনের কোনো একটি সুস্পষ্ট সংজ্ঞাও দিতে পারেননি। তাহলে কিসের ভিত্তিতে আপনারা নিজেদের ‘মুক্তমনা’ দাবি করেন? শব্দটি দিয়ে আপনারা আসলে কি বোঝেন আর কি বোঝান, তা আমার কাছে অন্তত স্পষ্ট নয়।
তাদের কেউ কেউ বলেন, ‘মন’ যখন ‘মুক্ত’ হয়, তখন তাকে বলে মুক্তমনা। কিন্তু মন কি আসলে কখনো মুক্ত হতে পারে? হ্যাঁ, পারে। কখন পারে? যখন মানুষ ‘পাগল’ হয়। আমাদের মন সবসময়-ই কোনো না কোনো বিষয় অর্থাৎ চতুঃপার্শ্বের পরিবেশ নিয়ে চিন্তা করে। যখন কেউ পরিবেশ থেকে নিজেকে মুক্ত মনে করে যা ইচ্ছা তাই করে কিংবা যা ইচ্ছা তাই বলে-লিখে, তখন লোকে তাকে পাগল বলে ডাকে। এদেশের ‘মুক্তমনা’ নামধারীদের অপ্রকৃতস্থ বললে আসলে খুব কমই বলা হয়।
March 1, 2015 at 11:32 PM ·