ঘুমিয়ে আছে জাতির নেতা কারাগারের অন্তরে
কোনো জাতি যদি খুব সহজে তার পরবর্তী নেতৃত্বকে দেখে নিতে চায়, তাহলে তাকে কারাগারের প্রতি বিশেষ নজর দিতে হবে। কেননা, পৃথিবীর ইতিহাসে যত উল্লেখযোগ্য নেতার আগমন ঘটেছে, সবাইকে কম-বেশি কারাগারে বন্দি থাকতে হয়েছে।
নবী-রাসূলদের মধ্যে যারাই রাজনৈতিক কর্তৃত্বের অধিকারী হয়েছেন, তাঁদের সবাই কম-বেশি কারাভোগ করেছেন কিংবা নির্বাসিত হয়েছেন। হজরত ইউছুফ (আঃ), ইব্রাহীম (আঃ), মুসা (আঃ) বা মুহাম্মাদ (সঃ) সহ প্রায় সবাইকে আমরা উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারি।
বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তাই। শেখ মুজিব, জিয়াউর রহমান বা তাঁদের আগে ও পরে যত জন এ দেশের নেতা হিসাবে বিবেচিত হয়েছেন, সবাইকে কারাগারে থাকতে হয়েছে।
বাংলাদেশে আমরা এখন খুব নেতৃত্ব শূন্যতায় ভুগছি। একজন নেতা আগমনের অপেক্ষায় আছি। কে হবেন আমাদের সেই মহান নেতা? তাঁকে খুঁজে বের করতে হলে আমাদের অবশ্যই কারাগারের দিকে নজর দিতে হবে।
আমাদের স্বার্থেই কারাগারের মানুষগুলোকে শ্রদ্ধা করতে হবে। কারণ, ক’দিন পর তাঁরাই আমাদের নেতা হবেন। সুতরাং তখন যাতে আমাদের আবার লজ্জায় পড়তে না হয়।
ঘুমিয়ে আছে জাতির নেতা কারাগারের অন্তরে।
February 26, 2015 at 11:06 PM