জেনে নেয়া যাক রবীন্দ্রসঙ্গীত শুনার যাবতীয় ফায়েদা-

ইদানীং রবীন্দ্রসংগীত শুনার ব্যাপক হিড়িক পড়েছে। এর কিছু ফায়েদা তো অবশ্যই আছে; না হলে কি আর প্রধানমন্ত্রী ঘুম থেকে জেগেই টিভিতে লাইভ রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান শুনতে বসতেন…?

যাই হোক, জেনে নেয়া যাক রবীন্দ্রসঙ্গীত শুনার যাবতীয় ফায়েদা-

# এটি সাম্রাজ্যবাদী ব্রিটিশ আর অবৈধ জমিদার সাহেবদের চাপিয়ে দেয়া কলকাতার বাংলা শেখার সবচেয়ে সহজ কৌশল।

# সেকাল থেকে একাল, যাবতীয় আন্দোলন থামাতে রবীন্দ্রসঙ্গীত খুবই উপকারী। যে কাউকে আপনি রবি-বাবুর গান শুনান, সে সহজেই ঘুমিয়ে পড়বে।

# যে কোনো কিছু নকল করার উন্নত পদ্ধতি শিখতে পারবেন। কারণ, রবীন্দ্রনাথ সাহেব গালিব, হাফিজ, রুমী সহ আমাদের যত কবি আছেন, সবাইকে দারুণভাবে নকল করতে পেরেছেন।

# বিশ্বকবি ইকবাল, বিদ্রোহী কবি নজরুল ইসলাম সহ আমাদের যত কবি-সাহিত্যিক আছেন, এ অঞ্চলে তাঁদের ভুলিয়ে রাখার সহজ উপায় রবীন্দ্রসংগীত শুনা।

# এছাড়াও আপনার আসল প্রভুকে ভুলে গিয়ে প্রকৃতি পূজা করার নানা পদ্ধতি শিখতে পারবেন।

বিস্তারিত পড়ুন- http://shoncharon.com/2014/09/16/লালন-ফকির-রবীন্দ্রনাথ-ও-ই/

January 14, 2015 at 11:24 PM 

আরো পোস্ট