ইমাম মাহদী সম্পর্কে কয়েকটি প্রশ্ন
উস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন, ইসলামের গত ১৫ শ বছরে প্রায় ৩ হাজার ইমাম মেহদী এসেছে।” দেখুন https://youtu.be/JkdtmsPIlLc
এর ধারাবাহিকতায় বাংলাদেশও পিছিয়ে নেই। সম্প্রতি ইউটিউবে দেখলাম অন্তত দুইজন বাংলাদেশী নিজেকে ইমাম মেহদী দাবী করেছেন।
একজনকে এখানে দেখুন https://youtu.be/31ep8-lTVdM
আরেকজনকে এখানে দেখুন https://youtu.be/4eJVmEtLopQ
এ ছাড়াও বাংলাদেশের পড়া-মহল্লায় অনেক পীর নিজেকে ইমাম মেহদী দাবী করেন। পৃথিবীতে এ পর্যন্ত কতজন ইমাম মেহদী যে এসেছে, তার হিসাব করা আসলেই অসম্ভব।
প্রশ্ন হলো, এরা কেন নিজেকে ইমাম মেহদী দাবী করেন? মুসলিমরা কেন ইমাম মেহদীর সন্ধান করতে থাকে? ইসলামে ইমাম মেহদীর ধারণাটা কবে থেকে শুরু হলো? ইহুদী, খ্রিস্টান ও অন্যান্য ধর্মে ইমাম মেহদীর ধারনা আছে নাকি? ইমাম মেহদী ধারনাটাকে বিশ্বাস করা ইসলামে কতটা গুরুত্বপূর্ণ? ইমাম মেহদী ধারনাটাকে বিশ্বাস না করলে কি হাদীস অস্বীকার করা হবে? এ বিষয়ে স্কলারদের মন্তব্য কী? রাসূলের বানী “আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না” – এ কথার পরে ইমাম মেহদীর জন্যে বসে থাকার আর কোনো প্রয়োজন আছে কিনা?