পেশা বলতে আমি যা বুঝি

কাঠামোগত পড়াশুনা শেষ হবার আগেই বন্ধু ও আপনজনের নাকে-চোখে-মুখে প্রশ্ন- ‘এখন করছ কি?’

– (বিনয়ের সাথে) কেন?! পড়াশুনা করছি।

– আরে… তা না; কোথায়, কি কর? পড়াশুনা তো প্রায় ‘শেষ’, এখন কোন পেশায় আছ?

তাঁদের যদিধৈর্য থাকে, কিছুক্ষণ সময় নিয়ে বলি- ‘এই… এই… করব, সাথে পড়াশুনা’।

জবাব শুনে অনেকে খুব অসন্তুষ্ট হন; বলেন- এগুলো আবার কেমন পেশা? এতে কি আর ভাত মিলবে?

জানি, তাঁরা আমায় ভালোবাসেন; তাই জীবিকার্জনের পথ খুঁজে নিতে বলেন; তা পেশা হোক আর যাই হোক।

কিন্তু পেশা বলতে আমি যা বুঝি, তার আছে ভিন্ন অর্থ- নিছক জীবিকার্জনকে তো আর পেশা বলা যায় না।

পেশা মানে জীবনের জন্য একটি স্থায়ী লক্ষ্য নির্বাচন করা। যে লক্ষ্যানুযায়ী আমাকে বাঁচতে হবে, পরিকল্পনা করতে হবে, চিন্তা করতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। এর জন্য প্রয়োজন একটা মানসিক প্রস্তুতি ও মনের একাগ্রতা- যা ছাড়া কোনো কাজ পেশা হয়ে উঠবে না।

October 26, 2014 at 1:05 PM

আরো পোস্ট