আমরা কেবল পৃথিবীতে আল্লাহর বান্দা নই, খলীফাও বটে

শ্রেষ্ঠত্ব বা রাজত্ব অর্জন করে তারাই, যারা বুঝে খলীফা’র মর্ম। আমরা কেবল পৃথিবীতে আল্লাহর বান্দা নই, খলীফাও বটে (সূত্র- সূরা বাকারা:৩০)। খলীফা ও বান্দা; একে অপরের এপিঠ-ওপিঠ।

আমরা বাংলাদেশের মুসলিম- খুব বেশি হলে আল্লাহর নিরীহ বান্দা হতে পারি, পারি না খলীফা হতে।

সে কালে দাউদ আ. বুঝেছেন খলীফার মর্ম, পেয়েছেন রাজত্ব ( সূত্র- সূরা সাদ:২৬)। এরপর যুগ যায়, এলেন সোলায়মান আ.; যুগ যায়, এলেন মুহাম্মদ স.; এলেন আবূ বকর, ওমর, উসমান, আলী, ইবনে আব্দুল আযীয রা.। -সবাই হয়েছেন আল্লাহর বান্দা, বুঝেছেন খলীফার মর্ম; পেয়েছেন পৃথিবীর রাজত্ব।

এ কালে ইরানের মুসলিমরা- মতবিরোধ আছে কিছু, থাকুক- বুঝেছেন খলীফার মর্ম, পেয়েছেন রাজত্ব।

আমরা বাংলাদেশের মুসলিম- খলীফা শব্দে বুঝি জ্বীনদের জায়গা দখল, কিংবা আদমের প্রজন্মের পর প্রজন্ম; কিন্তু বুঝি না এ পৃথিবীর নেতৃত্ব বা রাজত্ব।

ফলে আমাদের আজ যে দশা হয়েছে, তা নজরুলের ভাষায় এমন-
… … …
“মোরা মুসলিম, ভারতীয় মোরা
এই সান্ত্বনা নিয়ে আছি
মরে বেহেশতে যাইব বেশক
জুতো খেয়ে হেথা থাকি বাঁচি!
… … … 
তাকাইয়া আছি মূঢ় ক্লীবদল
মেহেদী আসিবে কবে কখন,
মোদের বদলে লড়িবে সেই যে,
আমরা ঘুমায়ে দেখি স্বপন!”

November 5, 2014 at 7:29 PM · 

আরো পোস্ট