দেশের ‘ভালো’ মানুষদের ‘জ্ঞান’ দেখলে আশ্চর্য না হয়ে আর পারি না

আবদুল্লাহ আবু সায়ীদের সাথে একান্তে কিছুক্ষণ এবং কিছু তিক্ত অভিজ্ঞতা।

সায়ীদ ভাইয়ের কাছে গেলাম একটা ইন্টার্ভিউ দিতে, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রের জন্য তিনি আমাদের নির্বাচন করছেন…

বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে সময় দেয়া হয়েছে ঠিক পাঁচটায়, আমি গিয়েছি ঠিক সাড়ে চারটায়; ‘দেবতা’ (কেন্দ্রের ভাষায়) এসেছেন সন্ধ্যা ৬:১০ এ, কার সাথে যেন গল্প-গুজব করে অবশেষে সর্বপ্রথম আমার ডাক পড়েছে ৭:২০ -এ। বেচারা মনে হয় বেশ ভালো মানুষ, আমাদের কাছে এসে একবার স্যরি বলে গিয়েছেন; সময় একটু বেশী না হয় নষ্ট করেছেন, তাতে কি!!!

এত্তো বড় কেন্দ্রে কোত্থাও কোনো জায়গা নেই, যেখানে একটু নামাজ পড়া যায়। এক কর্মচারীকে নামাজের স্থান জিজ্ঞেস করতেই… উঁচু গলায় জবাব-‘নামাজ পড়লে বাহিরে যান’

ইন্টার্ভিউ শুরু…

→সায়ীদ ভাই বললেন, কি কি বই পড়েছ?
→আমি চোখে দেখেছি এমন কিছু ক্ল্যাসিক বইয়ের কথা বললাম। সাথে সাথে ইবনে খালদুনের মোকাদ্দিমা সহ আরো কয়েকটি ইসলামি বইয়ের নামও উল্লেখ করলাম।
→’দেবতার’ জবাব; এসব তো ধর্মীয় বই, ভালো বই কি কি পড়েছ?
→আমি তো এবার, একেবারেই লা জবাব। আয়… হায়… বলে কি ‘দেবতা’??? এসব নাকি ভালো বই না!!!

দেশের ‘ভালো’ মানুষদের ‘জ্ঞান’ দেখলে আশ্চর্য না হয়ে আর পারি না।

August 8, 2014 at 10:56 PM · 

আরো পোস্ট