সংবাদের পিছনে যারা দৌড়ে…

ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া কিংবা রেডিও বা টেলিভিশন থেকে উপকৃত হবার প্রধান শর্ত হলো, দৈনন্দিন খবরগুলো থেকে নিজেকে মুক্ত রাখা।

কারণ,

ইমাম মাতুরিদির ছাত্র আবুল কাশেম আল হাকিম বলেন –

فتن الدنيا تنشأ من ثلاثة نفر من قائل الأخبار، وطالب استماع الأخبار ومتلقي الأخبار وهؤلاء الثلاثة لا يخلصون من الندامة

“দুনিয়ার যত ফিতনা বা সমস্যা আছে, সব শুরু হয় তিনজন ব্যক্তি থেকে। তারা হলেন, (১) সংবাদদাতা, (২) সংবাদের সংগ্রহকারী, এবং (৩) সংবাদের গ্রাহক। এ তিন শ্রেণী কেবল দুঃখ আর আক্ষেপ করে।”

ভবিষ্যতের কথা চিন্তা করে একান্ত মনে মুসলিম উম্মাহ কিংবা বিশ্ববাসীর জন্যে কাজ করার প্রধান বাধা দৈনন্দিন খবরগুলো। এগুলো থেকে যত দূরে থাকা যায়, ততই ভালো।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক