মানুষ কিভাবে সম্মান পেতে চায়?

প্রতিটি মানুষ তার সমাজে সম্মান পেতে চায়। কেউ জ্ঞান অর্জনের মাধ্যমে সম্মান লাভের চেষ্টা করে, কেউ সম্পদ অর্জনের মাধ্যমে সম্মান লাভ করার চেষ্টা করে, আবার কেউ ক্ষমতা অর্জনের মাধ্যমে সম্মান লাভ করার চেষ্টা করে।

যারা জ্ঞানের মাধ্যমে সম্মান অর্জন করেন, তাদের সম্মান হয় দীর্ঘস্থায়ী। কিন্তু সম্পদ ও ক্ষমতার মাধ্যমে যারা সম্মান অর্জন করেন, তাদের সম্মান হয় ক্ষণস্থায়ী।

ফলে, যারা জ্ঞানের মাধ্যমে সমাজের সম্মান অর্জনের চেষ্টা করে, তাদের মাঝে দুর্নীতি ও অত্যাচার করার প্রবণতা কম। যারা সম্পদের মাধ্যমে সম্মান অর্জন করে, তাদের মাঝে দুর্নীতি ও অত্যাচার করার প্রবণতা অনেক। আর, যারা ক্ষমতার মাধ্যমে সমাজের সম্মান লাভ করতে চায়, তাদের মাঝে দুর্নীতি ও অত্যাচার করার প্রবণতা সবচেয়ে বেশি।

কেউ কেউ বলেন, শিক্ষিত লোকেরাই বেশি দুর্নীতি করে। আসলে, শিক্ষা তাই, যা মানুষকে সৎ ও বিনয়ী করে। কিন্তু, যা মানুষকে অহংকার, লোভ, দুর্নীতি ও অত্যাচারের দিকে নিয়ে যায়, তা আর যাই হোক, শিক্ষা নয়।

অর্থাৎ, অজ্ঞতা থেকেই দুর্নীতি ও অত্যাচারের উৎপত্তি। অজ্ঞতা দূর করতে পারলে সমাজের অত্যাচার কমে যায়।

২৬/১/২০১৯

আরো পোস্ট