| |

প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল মানুষের মাঝে পার্থক্য

প্রগতিশীল শব্দটিকে বাংলাদেশে খারাপ বানিয়ে ফেলেছে বামপন্থীরা। তারা প্রগতিশীলতার নামে আসলে প্রতিক্রিয়াশীল হয়।

প্রগতিশীল ও প্রতিক্রিয়াশীল এর মধ্যে অনেকে পার্থক্য করতে পারেন না।

প্রগতিশীল হলো যারা নিজেদের পথের বাধা দূর করেন। আর প্রতিক্রিয়াশীল হলো যারা অন্যের পথে বাধা হয়ে দাঁড়ান।

মুসলিমরা স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হবার সুযোগ নেই। কারণ, মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান।(২:১৬৮)। শয়তানকে মুসলিমরা দেখে না, তাই শয়তানের পথে বাধা হয়ে দাঁড়ানোর কোনো সুযোগ মুসলিমদের নেই। কিন্তু শয়তান সবসময় মুসলিমদের পথে বাধা হয়ে দাঁড়ায়(২:৩৬)। এ জন্যে আমাদেরকে সব সময় শয়তান থেকে আশ্রয় চাইতে হয়।

“আমরে বিল মারুফ” মানে নিজেরা ভালো কাজ করা ও ভালো কাজের আদেশ দেয়া। আর “নাহি আনিল মুনকার” হলো ভালো কাজ করতে গিয়ে যেসব বাধা আসে, সেগুলো দূর করা। আর ফিতনা হলো, নিজের কাজ ফেলে অন্যের কাজে বাধা হয়ে দাঁড়ানো।

সফল মানুষরা নিজের পথে এগিয়ে যায়, নিজের পথের বাধা দূর করে। আর ব্যর্থ মানুষ নিজের পথ ছেড়ে এসে অন্যের পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক