|

কোরআনে কি আমাদের ব্রেইন বা মস্তিষ্কের কথা বলা হয়েছে?

কোরআনে কি আমাদের ব্রেইন বা মস্তিষ্কের কথা বলা হয়েছে?

জ্বি, কোরআনে কমপক্ষে ১৬ বার আমাদের ব্রেইন বা মস্তিষ্কের কথা বলা হয়েছে। ব্রেইন বা মস্তিষ্কের জন্য কোরআনে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, তা হলো (الألباب) আলবাব। ‘আলবাব’ শব্দটি لبب (লুব) শব্দের বহুবচন। ইংরেজি Lobe এবং আরবি لبب শব্দের উচ্চারণ ও অর্থ একই। আমাদের মাথার ভিতরে ডান ও বাম উভয় গোলার্ধ বা হেমিস্ফেয়ারেই চারটি ‘লোব’ বা ‘লুব’ (Lobe/لبب) থাকে। এগুলো হলো ফ্রন্টাল লোব (frontal lobe), প্যারাইটাল লোব (parietal lobe), টেম্পোরাল লোব (temporal lobe), এবং অক্সিপিটাল লোব (occipital lobe)।

১) ফ্রন্টাল লোব – কপালের পিছনেই আছে সেরেব্রাল কর্টেক্সের সম্মুখ অংশ। এটা আমাদের শরীরের বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ করে।
২) প্যারাইটাল লোব – ফ্রন্টাল লোবের ঠিক পেছনেই প্যারাইটাল লোবের অবস্থান। এটা বিভিন্ন ইন্দ্রিয় দ্বারা গৃহীত তথ্যের সমন্বয় সাধন করে।
৩) টেম্পোরাল লোব – এর অবস্থান ফ্রন্টাল আর প্যারাইটাল লোবের নিচের দিকে। এটা ঘ্রাণ এবং শ্রবণ, কথা বলা ও দেখা, দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরির সাথে যুক্ত।
৪) অক্সিপিটাল লোব – একদম পেছনের দিকে থাকে এটা। এই লোব দৃষ্টির সাথে যুক্ত।

এ চার ধরণের লোব বা লুবের সমষ্টিকে ইংরেজিতে Lobes বলে, এবং আরবিতে (الألباب) আলবাব বলা হয়। কোরআনে কমপক্ষে ১৬ বার উলিল আলবাব বা মস্তিষ্কের অধিকারীদের কথা বলা হয়েছে।

মানুষকে ভালোভাবে শুনা, ভালোভাবে দেখা ও ভালোভাবে স্মরণ করা অর্থাৎ, ইন্দ্রিয়গ্রাহ্য সত্যকে উপলব্ধি করার জন্য সাধারণত ‘উলুল আলবাব’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

যেমন, আল্লাহ বলেন –

الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَٰئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَٰئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ

“যারা মনোনিবেশ সহকারে কথা শুনে, অতঃপর যা উত্তম, তার অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান বা উলুল আলবাব। ” (৩৯: ১৮)

أَفَمَن يَعْلَمُ أَنَّمَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَىٰ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ

“যে ব্যক্তি জানে যে, যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ হয়েছে তা সত্য সে কি ঐ ব্যক্তির সমান, যে অন্ধ? তারাই বোঝে, যারা বোধশক্তি সম্পন্ন বা উলুল আলবাব। (১৩: ১৯)

সুতরাং এটা স্পষ্ট যে, কোরআনে ব্রেইন বা মস্তিষ্কের কথা বলা হয়েছে।

আরো পোস্ট