“ইসলামী রাষ্ট্র” কতটা ইসলামী?
‘ইসলামী রাষ্ট্র’ বুঝার সবচেয়ে সহজ উপায় হলো ‘ইসলামী ব্যাংক’ এর দিকে তাকানো।
‘ইসলামী ব্যাংক’ কতটা ইসলামী? -এ নিয়ে যেমন প্রশ্ন তোলা যায়, তেমনি ‘ইসলামী রাষ্ট্র’ কতটা ইসলামী? -এ নিয়েও প্রশ্ন তোলা যায়।
‘ইসলামী ব্যাংক’ যেমন প্রচলিত ব্যাংকের কাঠামোয় গড়ে উঠেছে, তেমনি প্রচলিত রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়েই ‘ইসলামী রাষ্ট্র’ গঠিত হয়। ‘ইসলামী ব্যাংক’ বা ‘ইসলামী রাষ্ট্র’ বলে আলাদা কোনো পদ্ধতি নেই।
‘ইসলামী ব্যাংক’ যেমন ইচ্ছে করলেও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের বাইরে গিয়ে সূদের বিরুদ্ধে কিছুই করতে পারে না। একইভাবে কোনো ‘ইসলামী’ কোনো দল ক্ষমতায় আসলেও বাংলাদেশের সংবিধান বা আন্তর্জাতিক আইনের বিপরীতে তেমন কিছুই করতে পারবে না।
ইসলামী ব্যাংক যেমন সুদকে মুনাফা বলে, তেমনি ইসলামী রাষ্ট্র কেবল নাম পরিবর্তন করবে, অন্যকিছু নয়।
‘ইসলামী রাষ্ট্র’ একটি ভালো শ্লোগানের নাম, এর বাইরে আর তেমন কিছু নয়। যে বাস্তবতাগুলো ‘ইসলামী ব্যাংক’কে মেনে নিতে হচ্ছে, একই ধরণের বাস্তবতা ‘ইসলামী’ দলগুলোকেও মেনে নিতে হবে।