শিরোনামহীন দেনমোহর ফেব্রুয়ারি ৫, ২০১৮ পড়তে সময় লাগবে < 1 মিনিট ওদের আছে অনেক কিছু বাড়ি, গাড়ি, টাকা আমার ওসব কিছুই নেই পকেটটাও ফাঁকা নেই নেই তো কিছুই নেই বিয়ের মাহর কেমনে দেই? কিন্তু জানো? বুকের ভিতর এক জিনিসে ঠাসা, তাঁহার জন্যে এই হৃদয়ের শুদ্ধ ভালোবাসা।
শিরোনামহীন যারা কথায় কথায় অন্যকে ভ্রান্ত বা কাফির বলেন, এবং নিজেদেরকে অতি-ধার্মিক হিসাবে উপস্থাপন করেন, আমি তাদেরকে অনেক ভয় করি
শিরোনামহীন মুসলিম সাম্রাজ্য বা খ্রিস্টান সাম্রাজ্য হারিয়ে ফেলার ব্যর্থতা কোনোভাবেই আলেম ও বুদ্ধিজীবীদের উপর চাপিয়ে দেয়া যায় না