দেনমোহর

ওদের আছে অনেক কিছু
বাড়ি, গাড়ি, টাকা
আমার ওসব কিছুই নেই
পকেটটাও ফাঁকা

নেই নেই তো কিছুই নেই
বিয়ের মাহর কেমনে দেই?

কিন্তু জানো? বুকের ভিতর
এক জিনিসে ঠাসা,
তাঁহার জন্যে এই হৃদয়ের
শুদ্ধ ভালোবাসা।

আরো পোস্ট

একটি মন্তব্য লিখুন

আপনার ইমেইল অ্যাড্রেস প্রকাশ করা হবে না। তারকা (*) চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক