মাওলানা মওদুদির অনুসারিরা কি সত্যিই তাকে অনুসরণ করেন?
মাওলানা মওদুদী অসংখ্য পশ্চিমা দার্শনিক ও সাহিত্যিকদের বই অধ্যয়ন করেছেন। এদের মাঝে উল্লেখযোগ্য হলো – প্লেটো, এরিস্টটল, অগাস্টিন, লিবনিজ, কান্ট, সেন্ট-সাইমন, ওগুস্ত কোঁত, গ্যোটে, হেগেল, ফ্রেডরিক নিৎসে, ডারউইন, জোহান গটলিব ফিক্ট, মার্কস, লেনিন এবং বার্নার্ড শো।
মাওলানা মওদুদীর ভক্ত ও সমর্থকরা কি এখন এগুলো পড়েন? তাদের সিলেবাসে কয়জনের বই আছে?
[Mawdudi and the Making of Islamic Revivalism, p. 15]
২৭/১/২০১৯