বাংলাদেশে বেকারত্ব বাড়ার একমাত্র কারণ দুর্নীতি

প্রফেসর আবদুর রাজ্জাক বলেছিলেন, কোনো জাতিকে বুঝতে হলে বই-দোকানে যেতে। বাংলাদেশের সবচেয়ে বড় বই-দোকান এখন ‘রকমারি’। তাদের সাইটে গিয়ে দেখলাম সবচেয়ে বেশি-বিক্রিত বই হলো ‘ফ্রিল্যান্সিং : ইন্টারনেট থেকে আয়’। এ থেকে একটি বিষয় স্পষ্ট যে, বাংলাদেশের প্রধান সমস্যা বেকারত্ব। অসংখ্য তরুণ শিক্ষা অর্জন করে এখন চাকরি পাচ্ছেন না। তারা তাদের যোগ্যতা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে বিদেশ থেকে আয় করতে পারছেন, কিন্তু বাংলাদেশে তাদের কোনো চাকরি হচ্ছে না।

বাংলাদেশের একটা ছেলে বাংলাদেশের টাকায় পড়াশুনা করে বিদেশের উন্নয়নের জন্যে কাজ করতে বাধ্য হচ্ছে। এর থেকে বড় দুর্ভাগ্য বাংলাদেশের নেই। অন্যদেশের তরুণরা বিদেশের টাকায় পড়াশুনা করে এসে নিজের দেশে কাজ করে, নিজের দেশের উন্নয়ন করে; আর আমাদের দেশে হচ্ছে তার ঠিক উল্টো।

এই যে লাখ লাখ তরুণ তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের জন্যে কাজ করার সুযোগ পাচ্ছে না, এর একমাত্র কারণ দুর্নীতি। দুর্নীতির কারণেই আমাদের শিল্প-কারখানা এসব গড়ে উঠছে না। বাংলাদেশে একটি প্রতিষ্ঠান বা কারখানা করার জন্যে যে পরিমাণ ঝামেলা সহ্য করতে হয়, বিদেশে তার শতভাগের এক ভাগও করতে হয় না। আমাদের দেশে একটা প্রতিষ্ঠানের অনুমোদন নিতে গেলে একজন পিয়ন থেকে শুরু করে পুলিশ-ডিসি-এমপি-মন্ত্রী পর্যন্ত সবাইকে ঘুষ দিতে হয়। ফলে এত ঝামেলা সহ্য দেশে কোনো প্রতিষ্ঠান করার চেয়ে মানুষ বিদেশে প্রতিষ্ঠান করতেই বেশী পছন্দ করেন। আর এর ফলে আমাদের বেকারত্ব বাড়ছে। আমাদের তরুণরা ইন্টারনেটে আয় করার বই খুঁজছে।

19 February at 11:40am 2020

আরো পোস্ট