স্বাধীনতা কারে কয়?
এক, দুই, তিন
আমরা কি স্বাধীন?
চার, পাঁচ, ছয়
স্বাধীনতা কারে কয়?
সাত, আট, নয়
দেশ কি মোদের নয়?
দশ, এগারো, বারো
ভয় কি কর কারো?
–
তেরো, চোদ্দো, পনেরো
কোর’আনটাকে ধরো।
ষোল, সতের, আঠারো
ভালো করে পড়ো।
উনিশ, বিশ, একুশ
আসবে ফিরে হুঁশ।
হবে স্বাধীন মানুষ।।