আল্লাহ তায়ালা মন্দ কথার প্রচার ও প্রচারণা পছন্দ করেন না

কোর’আনে ১১৪ টি সূরার যেমন বিভিন্ন নাম আছে, তেমনি ৩০ টি পারারও এক-একটি নাম আছে। যেমন, ষষ্ঠ পারার নাম- “আল্লাহ পছন্দ করেন না”

এখানে বলা হচ্ছে, আল্লাহ তায়ালা মন্দ কথার প্রচার ও প্রচারণা পছন্দ করেন না।

সম্প্রতি ফেইসবুকে একটি ঘটনা জেনেছি। একটি দৈনিক পত্রিকা নাকি ‘পতিতা’ খোঁজ করছে। বিজ্ঞাপন দিচ্ছে। বিজ্ঞাপনটি যারা দেখেছেন, তারা সাধারণত দু’ভাবে তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

কেউ বিজ্ঞাপনটি হুবহু তুলে দিয়ে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
আবার, কেউ বিজ্ঞাপনটির উল্লেখ না করে, জিনা-ব্যভিচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

যারা বিজ্ঞাপনটি হুবহু তুলে দিয়েছেন তাঁদের ফেইসবুক থেকে আমি ঘটনাটি জেনেছি। সাধারণত আমি পত্রিকা পড়ি না। এ বিজ্ঞাপনটি দেখার কোনো সম্ভাবনাও আমার ছিল না। কিন্তু কিছু ধার্মিক ভাই বিজ্ঞাপনটি হুবহু ফেইসবুকে তুলে দিয়েছন। তাই চোখে পড়ে গেল। তাঁদের নিয়্যাত অবশ্যই ভালো ছিল; নিয়্যাত নিয়ে কোনো প্রশ্ন করছি না। কিন্তু, তাঁরা যদি এ কাজটি না করতেন, তাহলে আমার জন্যে ভালো হত। আমি বিজ্ঞাপনটি দেখতে পেতাম না। এ নিয়ে আমার চিন্তাও হত না।

আমরা প্রায়ই ভালো কাজের নিয়্যাতে অনেক খারাপ কাজ করে ফেলি। যেমন এ কাজটি। পত্রিকাটি বিজ্ঞাপন দিয়ে যতটা না প্রচার করেছে, তার চেয়ে বেশি প্রচার করেছে আমার ধার্মিক ভাইয়েরা।

গত দু’দিন থেকে দেখছি, পূর্বের ঘটনাটির মতই ‘সমকামিতার’ বিপক্ষেও ধার্মিক ভাইয়েরা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। তাঁদের নিয়্যাত আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এর ফলে ‘সমকামিতার’ প্রচার ও প্রচারণাই কেবল চালিয়ে যাওয়া হচ্ছে।

কোনো কিছুর বিরোধিতা করা মানে সমাজে এর জায়গা করে দেওয়া। এর প্রচার-প্রচারণা করা।

মনে করুন,

ফেইসবুকের কোনো একটি স্ট্যাটাস আপনার ভালো লাগে নি। স্ট্যাটাসটিতে কমেন্ট করে আপনি তার বিরোধিতা করলেন। কিন্তু এর ফলে স্ট্যাটাসটির মূল্য কমে যায় না; বরং বেড়ে যায়। টাইমলাইনের উপরে চলে যায়।

অর্থাৎ, মন্দ বিষয়ের বিরোধিতাও কখনো কখনো মন্দ বিষটির প্রচার-প্রচারণায় সাহায্য করে। কিন্তু আল্লাহ তায়ালা এমন কাজ পছন্দ করেন না। তাই ষষ্ঠ পারার প্রথম আয়াতে আল্লাহ তায়ালা বলেন…

“যুলুম ব্যতীত আল্লাহ মন্দ কথার প্রচার-প্রচারণা পছন্দ করেন না। আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।”(সূরা নিসা – ১৪৮)

June 28, 2015 at 10:45 PM · 

আরো পোস্ট