পরিকল্পনা গ্রহণ করুন; আল্লাহ সাহায্য করবেন

…ঈদের দিন;

আমাদের শারীরিক প্রস্তুতি এখন শেষ, মানসিক প্রস্তুতি কি নিয়েছি???

নতুন জামা, জুতা, গয়না পরেছি; নানান পানীয়, নাস্তা, খাবার তৈরি করেছি; কোথায় কোথায় বেড়াতে যাবো তা ঠিক করেছি; কিন্তু আমরা অনেকেই এখনো ঈদের মানসিক প্রস্তুতি গ্রহণ করিনি।

অনেকভাবে-ই এ প্রস্তুতি নিতে পারি-

♦… মনোমালিন্য চলছে, বুন্ধু কিম্বা আত্মীয়, এমন একজনের কথা ভাবুন; আজ আবার তার সাথে আগের মত আচরণ করার মানসিক প্রস্তুতি নিন।

♦ প্রতিদিন, না হয় সপ্তাহে বা মাসে অন্তত একজন দুঃখী মানুষকে আপনার আচরণের মাধ্যমে কিম্বা সাহায্য দিয়ে সুখী করার সিদ্ধান্ত নিন।

♦ এই রামাদানে প্রথম শুরু করেছেন, এমন একটি ভালো কাজের কথা ভাবুন; এটিকে সারা জীবনের অভ্যাসে পরিণত করার পরিকল্পনা নিন।

♦ আংশিক বা সম্পূর্ণ পরিত্যাগ করতে পেরেছেন, এমন একটি খারাপ কাজের কথা ভাবুন; জীবনের ইতিহাস থেকে এটিকে মুছে ফেলার প্রতিজ্ঞা করুন।

…এ ধরণের আরো অনেক কিছু, পরিকল্পনা গ্রহণ করুন; আল্লাহ সাহায্য করবেন, ইনশাআল্লাহ।

সবাইকে ঈদ মোবারক।

July 29, 2014 at 6:52 AM 

আরো পোস্ট