সৌভাগ্য লাভের প্রথম শর্ত-

সৌভাগ্য কি? কোথায় থাকে? কিম্বা কিভাবে তা অর্জন করতে হয়? –এ নিয়ে ইমাম আবূ হামিদ আল গাযালী রাহিমাহুল্লাহ বিশাল একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন; যার নাম দেন ‘কিমিয়ায়ে সা’আদাত’ বা ‘সৌভাগ্যের পরশ পাথর’।

তাঁর ভাষায় সৌভাগ্য লাভের প্রথম শর্ত-

‘বর্তমানে তোমার মধ্যে যে সমস্ত আচার-আচরণ বা স্বভাবের সমাবেশ দেখা যাচ্ছে, তার মাঝে কিছু আছে ইতর-প্রাণী ও হিংস্র-জন্তু সুলভ, কিছু শয়তানোচিত এবং কিছু ফেরেশতাতুল্য। প্রথমেই তোমার অনুসন্ধান করা উচিত- এ তিন জাতের মধ্যে কোন জাতের স্বভাব তোমার মধ্যে সবচেয়ে বেশি; কার সাথে তোমার বেশি মিল; কোন জাতের মূলমন্ত্র দ্বারা তুমি পরিচালিত। এ-সব বিষয়ে ভালোভাবে অবগত না হওয়া পর্যন্ত তুমি প্রকৃত সৌভাগ্যের সন্ধান কখনই পাবে না।’

আরো পোস্ট