শত্রুর জন্যে কিভাবে দোয়া করতে হয়?

ইব্রাহীম আতরোশ বর্ণনা করেন, আমরা কয়েকজন বাগদাদের দজলা নদীর তীরে হজরত মারূফ কারখী (রহ)-এর সাথে বসা ছিলাম। ইতিমধ্যে একটি ডিঙ্গি নৌকায় কয়েকজন যুবক মদ্যপান করতে করতে এবং ঢোল বাজাতে বাজাতে নদী ভ্রমণে বের হলো।

আমরা হজরত মারূফকে বললাম, “দেখুন, এরা প্রকাশ্যে আল্লাহর নাফরমানী করছে। এদের জন্যে বদদোয়া করুন।”

তিনি হাত তুলে দোয়া করলেন, “হে আল্লাহ, তুমি তাদেরকে দুনিয়াতে যেমন প্রফুল্ল রেখেছ, আখেরাতেও তেমনি প্রফুল্লতা দান কর।”

উপস্থিত লোকেরা বললো, “আমাদের চেয়েছিলাম, আপনি তাদেরকে বদদোয়া করবেন।”

হজরত মারূফ বললেন, “আল্লাহ যদি তাদেরকে আখিরাতে প্রফুল্ল রাখতে চান, তাহলে দুনিয়াতে তারা এসব থেকে ফিরে আসবে।”
——–
وقال إبراهيم الأطروش كنا قعودا ببغداد مع معروف الكرخي على دجلة إذ مر أحداث في زورق يضربون بالدف ويشربون ويلعبون فقالوا لمعروف أما تراهم يعصون الله مجاهرين ادع الله عليهم فرفع يديه وقال إلهى كما فرحتم في الدنيا ففرحهم في الآخرة فقال القوم إنما سألناك أن تدعو عليهم فقال إذافرحهم في الآخرة تاب عليهم
[إحياء علوم الدين 4/ 155]

১৪/১/২০১৯

আরো পোস্ট