ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও শাহবাগ

অন্যদের মত আমাকেও তখন শাহবাগে যেতে হত। এটি ছিল বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে হলে নিয়মিত শাহবাগে গিয়ে শ্লোগান দিতে হবে। না হলে কেবল হল থেকেই বের করে দিত না, পিটিয়ে হাত-পা ভেঙ্গে তারপর পুলিশে দিয়ে দিত।

বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসাবে আবাসিক হলে প্রবেশ করার কোনো অধিকার সাধারণ ছাত্রদের নেই। সরকারী বিশ্ববিদ্যালয়ের হলে সরকার দলীয় লোকেরা থাকবে – এটাই তো স্বাভাবিক ব্যাপার! ছাত্র কি দস্যু – তা দেখার সাহস আবার কার আছে?

ঢাকা শহরে মেস ভাড়া করে থাকার মত আর্থিক সমর্থ আমাদের যাদের নেই, তাদেরকে বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের হলেই থাকতে হয়। আর হলে থাকতে হলে সরকারী দলের নিয়মিত মিছিল-মিটিং এ গিয়ে বর্বর যুগের দাসদের মত চিৎকার করে শ্লোগান দিতে হয়। দাসেরা যেমন একদিন কাজ না করলে তাদের খেতে দেয়া হত না, একদিন মিছিল-মিটিং এ না গেলে আমাদেরকে হলে থাকতে দেয়া হয় না।

সুতরাং, শাহবাগে আমাদেরকে নিয়মিত যেতে হত এবং শ্লোগান দিতে হত। “একটা একটা জামাত ধর; ধইরা ধইরা জবাই কর”, “জামাত, শিবির, রাজাকার; এই মুহূর্তে বাংলা ছাড়”, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে চলে যা”, -এরকম অনেক শ্লোগান। এগুলোর মূল কথা হলো – “তোমরা এ দেশে জন্মগ্রহণ করলেও এ দেশে থাকার কোনও অধিকার তোমাদের নেই। তোমাদেরকে হয় আমাদের মতাদর্শ গ্রহণ করতে হবে, নতুবা এ দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। তা না হলে আমরা তোমাদের হত্যা করব।”

শাহবাগে আমরা যখন এই শ্লোগানগুলো বলতাম, নিজেদের খুব অপরাধী মনে হত। আল্লাহর কাছে সাহায্য ও ক্ষমা চাওয়া ব্যতীত আমাদের তখন আর কিছুই করার ছিল না। আজ সকালে কোর‘আনের দু’টি আয়াত পড়লাম। এগুলো পড়ে নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে।

১ম আয়াত:
وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُم مِّنْ أَرْضِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰٓ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ ٱلظَّـٰلِمِينَ

কাফিররা তাদের রাসূলগণকে বলল – ‘আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে অবশ্যই বহিষ্কার করব, অথবা তোমাদেরকে আমাদের মতাদর্শে ফিরে আসতে হবে।’ এরপর, রাসূলগণকে তাঁদের প্রতিপালক ওহী প্রেরণ করলেন। যালিমদের আমি অবশ্যই বিনাশ করব। [ সূরা – ইবরাহীম, আয়াত – ১৩]

২য় আয়াত:

قَالَ ٱلْمَلَأُ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ مِن قَوْمِهِۦ لَنُخْرِجَنَّكَ يَـٰشُعَيْبُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَكَ مِن قَرْيَتِنَآ أَوْ لَتَعُودُنَّ فِى مِلَّتِنَا ۚ قَالَ أَوَلَوْ كُنَّا كَـٰرِهِينَ

(শু‘আয়বের) গোত্রের অহংকারী নেতৃত্বস্থানীয় লোকেরা বলল – ‘হে শু‘আয়ব! আমরা তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে, তাদেরকে আমাদের শহর থেকে বের করে দিব। অথবা তোমাদেরকে আমাদের মতাদর্শে ফিরে আসতে হবে।’ শু‘আয়ব বললেন – ‘যদি আমরা এটি ঘৃণা করি; তবুও কি?’ [সূরা আ‘রাফ, আয়াত – ৮৮]

আহ!

যুগে যুগে সকল শাহবাগি এবং তাদের পূর্বপুরুষদের একটিই দাবি ছিল – ‘আমাদের মতাদর্শ গ্রহণ কর, নতুবা এ দেশ ছেড়ে বের হয়ে যাও। না হয় আমরা তোমাদের হত্যা করব।’

December 5, 2015 at 7:12 PM ·

আরো পোস্ট